Thunar সম্পর্কে

Benedikt Meurer () Thunar লিখেছেন। আরও তথ্য জানার জন্য Thunar ওয়েবসাইট দেখুন।

Benedikt Meurer () এই ডকুমেন্টেশনটি লিখেছেন। এই ডকুমেন্টের সর্বশেষ সংস্করনটি সবসময় Thunar ওয়েবসাইট এ পাওয়া যায়।

মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশন থেকে প্রকাশিত GNU পাবলিক লাইসেন্সসের সংস্করণ ২ বা পরবর্তী অন্য কোনো সংস্করণ (ইচ্ছামত) এর শর্তমতে সফটওয়্যারটির বন্টন করা হয়।

আপনি প্রোগ্রামসহ GNU পাবলিক লাইসেন্সসের একটি অনুলিপি পেয়ে থাকবেন; যদি না পান তবে মুক্ত সফটওয়্যার ফাউন্ডেশন, Inc., 59 Temple Place - Suite 330, Boston, MA 02111-1307, USA এ লিখে পাঠান।